বাংলা নিউজ প্রতিদিন
ছাত্রীদের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়েছেন শিক্ষক!
ছাত্রীদের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়েছেন শিক্ষক!
রাজশাহী:
ছাত্রীদের আপত্তিকর ছবি তুলে ফেসবুকে আপলোড করার অভিযোগ উঠেছে রাজশাহীর এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক। তিনি বাগমারার পীরগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।
ওই চার শিক্ষার্থীর অভিভাবকরা বৃহস্পতিবার (২৪ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার বিদ্যালয়ের অধ্যক্ষ ও সভাপতিকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, কিছুদিন আগে শিক্ষক আবদুর রাজ্জাক ওই বিদ্যালয়ের চার ছাত্রীর আপত্তিকর ছবি মোবাইল ফোনে তুলে ফেসবুকে আপলোড করেন।
এতে করে এলাকায় ছাত্রীদের নিয়ে অনেক কানাঘুষা হয়। লোকলজ্জার কারণে ওই ছাত্রীরা আর বিদ্যালয়ে যেতে পারছে না। ছাত্রীদের পরিবারের লোকজন পরে বিষয়টি বিদ্যালয়ের অধ্যক্ষকে জানান। কিন্তু অধ্যক্ষ কোনো ব্যবস্থা গ্রহণকরেননি।
বাধ্য হয়ে বৃহস্পতিবার ওই চার ছাত্রীর অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে অধ্যক্ষ আবদুল আজিজ বাংলানিউজকে বলেন, বিষয়টি নিয়ে বিদ্যালয় কমিটির সভাপতির সঙ্গে কথা বলা হয়েছে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
Newer Post
Older Post
Home