বাংলা নিউজ প্রতিদিন
নারায়ণগঞ্জে তিন কারখানাকে অর্ধকোটি টাকা জরিমানা
নারায়ণগঞ্জে তিন কারখানাকে অর্ধকোটি টাকা জরিমানা
নারায়ণগঞ্জ:
পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জে তিনটি কারখানাকে অর্ধকোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ মার্চ) পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) একেএম মিজানুর রহমান এসব কারখানার মালিককে তলব করে এ অর্থদণ্ড করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এনফোর্সমেন্ট উইং এসব কারখানা পরিদর্শন করে। পরিদর্শনকালে কারখানাগুলো তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়াই পরিচালনা করতে দেখা যায়। পরে প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ দূষণের জন্য নোটিশের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর সদর দফতরের এনফোর্সমেন্ট উইং এ তলব করে শুনানি করা হয়।
শুনানি শেষে নারায়ণগঞ্জের থ্রি স্টার ডাইং (থ্রি-স্টার ফ্যাব্রিক্স (প্রাইভেট) লিমিটেডকে ৪৭ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই হাজারের দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও এলাকার আল বারাকা ওয়াশিংকে (আল ফজল ওয়াশিং) ২ লাখ ৫৬ হাজার এবং আড়াই হাজারের দুপ্তারা ইউনিয়নের নাগরপাড়া এলাকার অনি ডাইং অ্যান্ড ইউসুফ আলী টেক্সটাইলকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
Newer Post
Home