‘ক্রিকেটার হতে পেরে আমি গর্বিত’

‘ক্রিকেটার হতে পেরে আমি গর্বিত
 http://adf.ly/1Ykl3J
মাত্রই দেশে ফিরেছেন কলকাতা থেকে। মুখখানা মলিন, শুকিয়ে কাঠ হয়ে গেছেন। তরুণ এই পেসারের ওপর দিয়ে গেছে কঠিন মানসিক চাপ। সামনে আবার নিজেকে ত্রুটিমুক্ত প্রমাণ করার চ্যালেঞ্জ। তারপরও গবর্বোধই করছেন এই ফাস্ট বোলার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাসকিন আহমেদ বলেন, দেশবাসী যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে, যে পরিমাণ ভালোবাসা দেখলাম আর বিসিবি যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে- এ জন্য বাংলাদেশ টিমের একজন ক্রিকেটার হতে পেরে আমি গর্বিত। ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন তাসকিন। নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব ধরনের চেষ্টাই করে গেছে গত কয়েক দিন ধরে। পরে রিভিউ আবেদন করলেও শুনানি শেষে তা খারিজ করে দেন আইসিসির জুডিশিয়াল কমিশনার। তাসকিনকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে আইসিসির ওপর ক্ষোভে ফুঁসে ওঠে দেশবাসী। ক্রিকেটপ্রেমী দাঁড়ান তাসকিনের পাশে। এমন ভালোবাসায় অভিভূত হতেই পারেন তাসকিন।